শনিবার, ২০ জুন, ২০০৯

এগিয়ে আনা হচ্ছে ঘড়ির কাটা

দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশে এই প্রথম বারের মতো চালু হতে যাচ্ছে Daylight Saving Time (DST) পদ্ধতি। এপদ্ধতিতে ঘড়ির কাটা ১ ঘণ্টা এগিয়ে আনা হবে। ফলে বর্তমানে যখন সকাল ৮টা বাজে তখন বাজবে সকাল ৯টা। আর বিকেল ৪টার সময় বাজবে বিকেল ৫টা। এতে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং আদালতের সময়ও একঘণ্টা এগিয়ে আসবে। ফলে দিনের আলো ব্যবহার করে ৫ শতাংশের বেশি জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৯ জুন থেকে এ পদ্ধতি কার্যকর হবে।
বিশেষ তথ্য:
  • ১৮৭৪ সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম এ বিষয়ে কথা বলেন।
  • ১৯০৫ সালে উইলিয়াম উইলেট নামের এক ব্যক্তি ডিএসটি’র ধারণাটি উদ্ভাবন করেন।
  • ১৯১৬ সালে যুক্তরাজ্য সর্বপ্রথম ডেলাইট সেভিং টাইম পদ্ধতি চালু করে।
  • বর্তমানে বিশ্বে ৭৮টি দেশে পূর্ণাঙ্গ বা আংশিকভাবে এ পদ্ধতি চালু আছে।
  • আদৌ চালু নেই ১২৯টি দেশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কারেন্ট ইস্যু : সর্বশেষ সংযোজন

Current Issue Forum Headline Animator

Current Issue Forum