শনিবার, ২০ জুন, ২০০৯

দেশের প্রথম নারী ওসি হোসনে আরা

গত ১৭ মে বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম নারী অসি হিসেবে নিয়োগ পেলেন হোসনে আরা। এর আগে কোন নারী এ পদে দায়িত্ব পাননি। হোসনে আরা ১৯৮১ সালে সাব-ইন্সপেক্টরই হিসেবে পলিশ বাহিনীতে যোগদান করেন। হোসনে আরা বেগমের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানার পূবাইল গ্রামে।
বিশেষ তথ্য :
  • ১৯৭৪ সালে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে নারীদের নিয়োগ দেয়া হয়।
  • সদস্য সংখ্যা ছিল ১৪ জন।
  • বর্তমানে নারী সদস্য ১৯৩৭ জন।
  • প্রথম নারী ডিআইজি ফাতেমা বেগম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কারেন্ট ইস্যু : সর্বশেষ সংযোজন

Current Issue Forum Headline Animator

Current Issue Forum