শনিবার, ২০ জুন, ২০০৯

ভারতে ১৫তম লোকসভা নির্বাচন ও নতুন সরকার

সম্প্রতি ৫ পর্বে অনুষ্ঠিত ভারতের ১৫তম লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে আবারও ক্ষমতায় এসেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট। ২২ মে ২০০৯ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মনমোহন সিং। তার সাথে শপথ নেন আরো ১৯জন পূর্ণমন্ত্রী। পরবর্তীর্তে সম্প্রসারিত করা হয় মন্ত্রিসভার আকার।
বিশেষ তথ্য:
  • মোট ৪৪৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • মোট ভোটার ছিল ৭১ কোটি ৮০ লাখ।
  • ১৬ মে ২০০৯ ফলাফল ঘোষণা করা হয়।
  • পার্লামেন্টে আসন লাভকারী দলের সংখ্যা ৩৭।
  • মুসলিম সদস্য ২৮ জন
  • নারী সদস্য ৫৯ জন।
  • স্পিকার নির্বাচিত হয়েছেন মেরিনা কুমার ( লোকসভার প্রথম মহিলা স্পিকার)

1 টি মন্তব্য:

কারেন্ট ইস্যু : সর্বশেষ সংযোজন

Current Issue Forum Headline Animator

Current Issue Forum