শনিবার, ২০ জুন, ২০০৯

ভারতে ১৫তম লোকসভা নির্বাচন ও নতুন সরকার

সম্প্রতি ৫ পর্বে অনুষ্ঠিত ভারতের ১৫তম লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে আবারও ক্ষমতায় এসেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট। ২২ মে ২০০৯ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মনমোহন সিং। তার সাথে শপথ নেন আরো ১৯জন পূর্ণমন্ত্রী। পরবর্তীর্তে সম্প্রসারিত করা হয় মন্ত্রিসভার আকার।
বিশেষ তথ্য:
  • মোট ৪৪৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • মোট ভোটার ছিল ৭১ কোটি ৮০ লাখ।
  • ১৬ মে ২০০৯ ফলাফল ঘোষণা করা হয়।
  • পার্লামেন্টে আসন লাভকারী দলের সংখ্যা ৩৭।
  • মুসলিম সদস্য ২৮ জন
  • নারী সদস্য ৫৯ জন।
  • স্পিকার নির্বাচিত হয়েছেন মেরিনা কুমার ( লোকসভার প্রথম মহিলা স্পিকার)

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে যুক্তরাষ্ট্র

এই প্রথমবারের মতো জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত হলো যুক্তরাষ্ট্র। গত ১২ মে জাতিসংঘ সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্রসহ ১৮টি দেশকে ৩ বছর মেয়াদে মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত করে। উল্লেখ্য ২০০৬ সালে এই পরিষদটি গঠিত হলেও এটি ‘ত্রুটিযুক্ত’ এই অভিযোগে এ পরিষদকে বর্জন করে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর বর্জনের নীতি পরিত্যাগ করে তারা। তবে যুক্তরাষ্ট্র এখনও মনে করে যে- মানবাধিকার পরিষদ ত্রুটিমুক্ত নয়।
বিশেষ তথ্য :
  • মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় ১৫ মার্চ ২০০৬।
  • বর্তমান সদস্য সংখ্যা ৪৭।
  • এর সদর দপ্তর সুইজার ল্যান্ডের জেনেভায়।

ব্রিটিশ পার্লামেন্টে অর্থ কেলেঙ্কারি

বাংলাদেশে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু এধরনের অভিযোগ উঠেছে গণতন্ত্রের মাতৃভূমিখ্যাত ব্রিটেনে। রাষ্ট্রীয় কোষাগার নেয়া সংসদ সদস্যদের ব্যক্তিগত খরচ নিয়ে নজিরবিহীন কেলেঙ্কারির প্রেক্ষাপটে ইতোমধ্যেই পদত্যাগ করেছেন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের স্পিকার মাইকেল মার্টিন। ২১ জুন ২০০৯ থেকে তার পদত্যাগ কার্যকর হবে। ব্রিটেনের ৩০০ বছরের ইতিহাসে এই প্রথম কোন স্পিকার চাপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য এই ঘটনায় স্পিকার ছাড়াও বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেন।
বিশেষ তথ্য :
  • ব্রিটেনের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।
  • নিম্নকক্ষের নাম ‘হাউজ অব কমন্স’।
  • উচ্চ কক্ষের নাম ‘হাউজ অব লর্ডস’।
  • আইনসভা ভবনের নাম : প্যালেস অব ওয়েস্ট মিনিস্টার।

এগিয়ে আনা হচ্ছে ঘড়ির কাটা

দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশে এই প্রথম বারের মতো চালু হতে যাচ্ছে Daylight Saving Time (DST) পদ্ধতি। এপদ্ধতিতে ঘড়ির কাটা ১ ঘণ্টা এগিয়ে আনা হবে। ফলে বর্তমানে যখন সকাল ৮টা বাজে তখন বাজবে সকাল ৯টা। আর বিকেল ৪টার সময় বাজবে বিকেল ৫টা। এতে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং আদালতের সময়ও একঘণ্টা এগিয়ে আসবে। ফলে দিনের আলো ব্যবহার করে ৫ শতাংশের বেশি জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৯ জুন থেকে এ পদ্ধতি কার্যকর হবে।
বিশেষ তথ্য:
  • ১৮৭৪ সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম এ বিষয়ে কথা বলেন।
  • ১৯০৫ সালে উইলিয়াম উইলেট নামের এক ব্যক্তি ডিএসটি’র ধারণাটি উদ্ভাবন করেন।
  • ১৯১৬ সালে যুক্তরাজ্য সর্বপ্রথম ডেলাইট সেভিং টাইম পদ্ধতি চালু করে।
  • বর্তমানে বিশ্বে ৭৮টি দেশে পূর্ণাঙ্গ বা আংশিকভাবে এ পদ্ধতি চালু আছে।
  • আদৌ চালু নেই ১২৯টি দেশে।

দেশের প্রথম নারী ওসি হোসনে আরা

গত ১৭ মে বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম নারী অসি হিসেবে নিয়োগ পেলেন হোসনে আরা। এর আগে কোন নারী এ পদে দায়িত্ব পাননি। হোসনে আরা ১৯৮১ সালে সাব-ইন্সপেক্টরই হিসেবে পলিশ বাহিনীতে যোগদান করেন। হোসনে আরা বেগমের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানার পূবাইল গ্রামে।
বিশেষ তথ্য :
  • ১৯৭৪ সালে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে নারীদের নিয়োগ দেয়া হয়।
  • সদস্য সংখ্যা ছিল ১৪ জন।
  • বর্তমানে নারী সদস্য ১৯৩৭ জন।
  • প্রথম নারী ডিআইজি ফাতেমা বেগম।

টুকরো খবর

শহীদ বরকতের ডিগ্রির সনদ হস্তান্তর
দীর্ঘ ৫৭ পর গত ২২ মে ভাষাশহীদ আবুল বরকতের স্নাতক ডিগ্রীর সনদ হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাষা আন্দোলনের সময় আত্মদানকারী এই শহীদ ১৯৫১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।

বাংলাদেশের মাথাপিছু আয় ৬৯০ মার্কিন ডলার
দেশের মাথাপিছু গড় আয় ৬৯০ ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭,৩৭৩ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। বাংলাদেশের জনসংখ্যা ১৪.৪২ কোটি ধরে এ হিসাব করা হয়েছে। উল্লেখ্য, ২০০৭-০৮ অর্থ বছরে প্রাথমিকভাবে ৫৯৯ মার্কিন মাথাপিছু আয় প্রাক্কলন করা হলেও বছর শেষে তা বেড়ে দাড়ায় ৬০৮ মার্কিন ডলারে।

আবারও পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাংলাদেশ
আবারও পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে সরকার। এর বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১২-২০১৬ সাল। জাতীয় অর্থনৈতিক কমিটি’র (এনইসি) সভায় ২৬ মে এ পরিকল্পনাসংক্রান্ত সার-সংক্ষেপ উপস্থাপন করা হয়। উল্লেখ্য, বিগত চার দলীয় জোট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় যথাক্রমে ‘দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআর এসপি)-১ ও ২’ নামে দুটি পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের পূর্ববর্তী মেয়াদসহ আগের সরকারগুলোর সময়ে পঞচবার্ষিক পরিকল্পনা চালু ছিল।

পুলিশের নতুন গোয়েন্দা ইউনিট সিআইইউ
ক্রিমিনাল ইনটেলিজেন্স ইউনিট (সিআইইউ) নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি নতুন গোয়েন্দা ইউনিট গঠন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিধিমালা ২০০৬ অনুসারে এটি গঠন করা হয়।

নতুন মুখ : মে ২০০৯

প্রধানমন্ত্রী

* সুদান : সুলেমান এনদিনে এনদিয়ে
* ফিলিস্তিন : সালাম ফায়াদ
* নেপাল : মাধব কুমার নেপাল
* ভারত : ড. মনমোহন সিং (দ্বিতীয়বার)

প্রেসিডেন্ট

* জার্মানি : হন হার্স্ট কোয়েলার
* মঙ্গোলিয়া : সাখিয়াগিন এলবেগদোরজ
* পানামা : রিকার্দো মার্তিনেলি
* দক্ষিণ আফ্রিকা : জ্যাকব জুমা
* লিথুনিয়া : ডালিয়া গ্রেবাউসকাতি (দেশটির ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট)

মহাপরিচালক

* বাংলা একাডেমী : অধ্যাপক শামসুজ্জামান খান
* আনসার ও ভিডিপি : ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম
* পিআইবি : একেএম শামীম চৌধুরী
* ডব্লিউটিও (WTO) : প্যাসকাল ল্যামি

চেয়ারম্যান

* পরমাণু শক্তি কমিশন : ড. মো. মোশাররফ হোসেন
* পর্যটন কর্পোরেশন : মিজানুর রহমান
* দুর্নীতি দমন কমিশন : গোলাম রহমান
* প্রশিকা : অব্দুল ওয়াদুদ

কারেন্ট ইস্যু : সর্বশেষ সংযোজন

Current Issue Forum Headline Animator

Current Issue Forum