মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০০৯

মন ভালো নেই

মনটা ভালো নেই। কয়েকদিন ধরে কেম যেন লাগছে। মনে হয় বেঁচে থাকার মধ্যে কোন স্বার্থকতা নেই। বার বার ঘুরে ফিরে মৃত্যুর পরবর্তী কথা মনে হচ্ছে। মনে হয় কাজ করে আর লাভই বা কী? বাঁচবই বা আর কদিন? ইত্যাদি, ইত্যাদি।
বুঝি যে কোন ধরণের দুশ্চিন্তা কিংবা আঘাত থেকে হতে পারে এধরনের রোগ। আরও জানি এটা একটা মানসিক রোগ ছাড়া আর কছিুই নয়। কিন্তু তারপরও কেন জানি স্বাভাবিক হতে পারছি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কারেন্ট ইস্যু : সর্বশেষ সংযোজন

Current Issue Forum Headline Animator

Current Issue Forum