শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

YouTube Community Guidelines | ইউটিউব নীতিমালা | Youtube Learning and Earning

ইউটিউবে কাজ করতে হলে খুব ভালোভাবে জানতে হবে এর নীতিমালা বা কমিউনিটি গাইডলাইন। না হয় কিছুদিন পর সামান্য ভুলে হারিয়ে ফেলতে পারেন আপনার ভালোবাসার চ্যানেলটিই। এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে নীতিমালাগুলো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য আগাম ধন্যবাদ। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইক করে রাখুন। https://www.youtube.com/careerintelligencebd

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০০৯

কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলাম আজ


কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলাম আজ। জীবনে কাজের ক্ষেত্রে এটাই প্রথম স্বীকৃতি। সবাই দোয়া করবেন আমার জন্য।









নয়া দিগন্তের সেরা কর্মী সম্মেলনে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করছেন লেখক।

শনিবার, ২০ জুন, ২০০৯

ভারতে ১৫তম লোকসভা নির্বাচন ও নতুন সরকার

সম্প্রতি ৫ পর্বে অনুষ্ঠিত ভারতের ১৫তম লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে আবারও ক্ষমতায় এসেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট। ২২ মে ২০০৯ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মনমোহন সিং। তার সাথে শপথ নেন আরো ১৯জন পূর্ণমন্ত্রী। পরবর্তীর্তে সম্প্রসারিত করা হয় মন্ত্রিসভার আকার।
বিশেষ তথ্য:
  • মোট ৪৪৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • মোট ভোটার ছিল ৭১ কোটি ৮০ লাখ।
  • ১৬ মে ২০০৯ ফলাফল ঘোষণা করা হয়।
  • পার্লামেন্টে আসন লাভকারী দলের সংখ্যা ৩৭।
  • মুসলিম সদস্য ২৮ জন
  • নারী সদস্য ৫৯ জন।
  • স্পিকার নির্বাচিত হয়েছেন মেরিনা কুমার ( লোকসভার প্রথম মহিলা স্পিকার)

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে যুক্তরাষ্ট্র

এই প্রথমবারের মতো জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত হলো যুক্তরাষ্ট্র। গত ১২ মে জাতিসংঘ সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্রসহ ১৮টি দেশকে ৩ বছর মেয়াদে মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত করে। উল্লেখ্য ২০০৬ সালে এই পরিষদটি গঠিত হলেও এটি ‘ত্রুটিযুক্ত’ এই অভিযোগে এ পরিষদকে বর্জন করে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর বর্জনের নীতি পরিত্যাগ করে তারা। তবে যুক্তরাষ্ট্র এখনও মনে করে যে- মানবাধিকার পরিষদ ত্রুটিমুক্ত নয়।
বিশেষ তথ্য :
  • মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় ১৫ মার্চ ২০০৬।
  • বর্তমান সদস্য সংখ্যা ৪৭।
  • এর সদর দপ্তর সুইজার ল্যান্ডের জেনেভায়।

ব্রিটিশ পার্লামেন্টে অর্থ কেলেঙ্কারি

বাংলাদেশে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু এধরনের অভিযোগ উঠেছে গণতন্ত্রের মাতৃভূমিখ্যাত ব্রিটেনে। রাষ্ট্রীয় কোষাগার নেয়া সংসদ সদস্যদের ব্যক্তিগত খরচ নিয়ে নজিরবিহীন কেলেঙ্কারির প্রেক্ষাপটে ইতোমধ্যেই পদত্যাগ করেছেন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের স্পিকার মাইকেল মার্টিন। ২১ জুন ২০০৯ থেকে তার পদত্যাগ কার্যকর হবে। ব্রিটেনের ৩০০ বছরের ইতিহাসে এই প্রথম কোন স্পিকার চাপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য এই ঘটনায় স্পিকার ছাড়াও বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেন।
বিশেষ তথ্য :
  • ব্রিটেনের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।
  • নিম্নকক্ষের নাম ‘হাউজ অব কমন্স’।
  • উচ্চ কক্ষের নাম ‘হাউজ অব লর্ডস’।
  • আইনসভা ভবনের নাম : প্যালেস অব ওয়েস্ট মিনিস্টার।

কারেন্ট ইস্যু : সর্বশেষ সংযোজন

Current Issue Forum Headline Animator

Current Issue Forum